ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের খবর সংগ্রহ করতে গিয়ে কালের কণ্ঠের ভোলা প্রতিনিধি পরাণ আহসানের ওপর হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইউনিয়নের দরুন বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পরাণ আহসানকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমোহন থেকে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে দরুন বাজার এলাকায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পান সাংবাদিক আহসান। ঘটনাস্থলে গিয়ে তিনি ভিডিও ধারণ শুরু করলে সাচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের নির্দেশে স্থানীয় যুবলীগ নেতা কামাল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামাল হাওলাদার, মোসা. শিখা, ছাত্রলীগ কর্মী রবিন ও দলু হাওলাদারসহ কয়েকজন দা ও লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।
সাংবাদিক পরিচয় দেওয়ার পরও হামলাকারীরা এলোপাতাড়ি পেটায় এবং একপর্যায়ে তাকে পুকুরে ফেলে দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করলে আবারও হামলা চালিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা।
পরাণ আহসান বলেন, “আমি পরিচয় দেওয়ার পরও তারা থামেনি। বরং আমাকে মেরে ফেলার হুমকি দেয়।”
এ ঘটনায় তিনি নিজে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন ও ভোলা প্রেস ক্লাব তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনগুলো বলেছে, “একজন সাংবাদিকের ওপর হামলা মানে সত্যের ওপর হামলা। এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
নিউজ ডেস্ক