গোপালগঞ্জে গণ অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মো. আল আমীন সরদারসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগ করেছেন। সদ্য ঘোষিত ৬৩ সদস্যের কমিটি থেকে এই পদত্যাগের খবর নিশ্চিত করেছেন জেলা কমিটির সভাপতি আল আমীন সরদার নিজেই।
রোববার, আল আমীনসহ ৪৯ জন নেতা কেন্দ্রীয় কমিটিকে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান। পদত্যাগের কারণ হিসেবে তারা উপজেলা ও বিভাগীয় কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা এবং সাংগঠনিক অসঙ্গতির অভিযোগ তুলে ধরেছেন।
কেন্দ্রীয় কমিটি ২৪ অক্টোবর ৬৩ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটির অনুমোদন দেয়। তবে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে দলের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিতে থাকে। পদত্যাগপত্রে আল আমীন বলেন, “বর্তমান কমিটির কর্মকাণ্ড, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ও সাংগঠনিক শৃঙ্খলার অভাবে আমি এ কমিটির প্রতি আর কোনো আস্থা রাখতে পারছি না।”
তিনি আরও জানান, “সংগঠনের প্রতি আমার ভালোবাসা ও ত্যাগ অটুট থাকলেও, এমন একটি পরিবেশে দায়িত্ব পালন করা সম্ভব নয় যেখানে যোগ্যতা, পরিশ্রম ও ত্যাগের যথাযথ মূল্যায়ন হয় না। ব্যক্তিগত সম্মান ও নীতিগত অবস্থান থেকে আমি সভাপতি পদ থেকে পদত্যাগ করছি।
নিউজ ডেস্ক