ঢাকা

জুলাই সনদে বিএনপির সঙ্গে প্রতারণা: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষর করা মূল পৃষ্ঠা পরিবর্তন করে সেখানে অন্য একটি পৃষ্ঠা সংযোজন করা হয়েছে। এটি শুধু অনৈতিকই নয়, বরং রাজনৈতিকভাবে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে এক জন্মান্ধ ব্যক্তিকে সহায়তা প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এই অভিযোগ করেন।


তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর গঠিত ঐকমত্য কমিশনের ওপর দেশের মানুষ আস্থা রেখেছিল। কিন্তু সেই কমিশনের মাধ্যমেই যদি এ ধরনের প্রতারণামূলক কাজ ঘটে, তাহলে তা গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য গভীর উদ্বেগের বিষয়।”


রিজভী দাবি করেন, কমিশন ও সরকার যৌথভাবে জনগণের আস্থা নষ্ট করছে। তিনি বলেন, “সব রাজনৈতিক দলই এই সরকারের প্রতি সদিচ্ছা দেখিয়েছে। কিন্তু তার বিনিময়ে আমরা প্রতারণা পেলাম। এটি কোনো সভ্য রাজনীতির দৃষ্টান্ত হতে পারে না।”


জুলাই সনদের প্রসঙ্গে তিনি আরও বলেন, “সনদে মোট ৪৮টি ধারা রয়েছে। এটি বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। কিন্তু এর আগে জনগণের অধিকার, অংশগ্রহণ ও স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অন্যথায় এই সনদও আরেকটি প্রহসনে পরিণত হবে।”




কমেন্ট বক্স