ঢাকা

শেষ কর্মদিবসেই মৃত্যু শিক্ষকের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবসর গ্রহণের ঠিক আগের দিনই না ফেরার দেশে চলে গেলেন মো. ফজলুল করিম (৬০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিদ্যালয়ের ওয়াশরুমে হার্ট অ্যাটাকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন জানান, আসরের নামাজের আগে অজু করতে ওয়াশরুমে যান ফজলুল করিম। কিছুক্ষণ পর সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেলাল হোসেন বলেন, “ফজলুল করিম ছিলেন অত্যন্ত নিবেদিতপ্রাণ শিক্ষক। চাকরির শেষ দিনে এমন মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষা পরিবার একজন আদর্শ শিক্ষককে হারাল।”

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, “তিনি ছিলেন সৎ, দায়িত্বশীল ও শিক্ষার্থীদের প্রতি ভীষণ মমতাময়। তাঁর মৃত্যু শিক্ষা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।”

বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুম ফজলুল করিমের বাড়ি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশি ইউনিয়নের মীরের দেয়ালমুরা গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।



কমেন্ট বক্স