ঢাকা

জামায়াতের আহ্বান, রাতেই গণভোটের তারিখ ঘোষণা করুন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারকে আজ রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণার আহ্বান জানান। রাজধানীর মগবাজারে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনোভাবেই গণভোট মানবে না। তাই সরকারের ওপর দায়িত্ব রয়েছে—অনতিবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। সময়ক্ষেপণ ঠিক হবে না। আজই এটি করা প্রয়োজন। রাতের বেলায়ও প্রয়োজনীয় আদেশ জারি করা সম্ভব।”


আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও সতর্ক করেছেন, আদেশ জারি না করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ণ হবে। যদি আস্থা হারিয়ে যায়, তাহলে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ ও গণভোটের ওপর যে সুপারিশ দিয়েছে, তা আজ রাত অথবা আগামীকালই কার্যকর করা উচিত।


সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গণভোট না হলে জামায়াতের পরবর্তী কর্মসূচি আন্দোলনের মধ্যেই থাকবে। “আজ রাতের মধ্যে আমরা দেখব তারা পদক্ষেপ নেবে কি না। কালও সময় আছে। বাকিটা কাল দেখা যাবে,” বলেন তিনি।


তাহের অভিযোগ করেন, বিএনপি নির্বাচনের দিন গণভোট চায় না এবং গণভোটকে গলা টিপে হত্যা করতে চায়। তাদের আচরণে লক্ষ্য করা যায়, তারা যেখানে লাভবান হবে, সেই হিসাব অনুযায়ী রাজনৈতিক সংস্কার চায়। তিনি সতর্ক করে বলেন, সময়ক্ষেপণ করলে “গণভোটের জন্য সময় নেই” বলার অপবাদ তৈরি হবে, যা হবে প্রতারণার সমতুল্য। প্রতিটি দিন ও ঘন্টা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


জামায়াতের নায়েবে আমির বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হতে পারবে না। ঐকমত্য কমিশন চেষ্টা করেছে সবাইকে একমত করতে। ৬০ শতাংশ বিষয়ে সব দল একমত হয়েছে। কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বারবার বলেছি, ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন প্রয়োজন। এবং কমিশন যে সংস্কার প্রস্তাব দিয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। গণভোটও জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হোক। রায়ের ভিত্তিতে নির্বাচন হবে—এ ব্যাপারে নিশ্চিতিও চাই।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারি সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এটিএম মাছুম এবং কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম শাখার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।






কমেন্ট বক্স