ঢাকা

বিএনপির বিজয় ঠেকাতে দেশে অপপ্রচার চলছে: তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বিএনপির বিজয় প্রতিহত করতে দেশে সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর লেকশোর হোটেলে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, “জনমনে প্রশ্ন উঠেছে—নির্বাচন ঠিক সময়ে হবে কি না। বর্তমান পরিস্থিতি এমন কোনো অবস্থা তৈরি করতে পারে, যেখানে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য সতর্ক থাকা জরুরি।”

তিনি আরও বলেন, “কৌশল ও অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে দেশের গণতন্ত্রের ক্ষতি হতে পারে। বিএনপির বিজয় ঠেকাতে বিভিন্ন অপকৌশল এবং অপপ্রচারের চেষ্টা চলছে।”

আগামী নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে তিনি জানান, “বিএনপি শিগগিরই ৩০০ আসনের প্রার্থী চূড়ান্ত করবে। দল যাকে মনোনয়ন দেবে, সবাই নিজেদের মধ্যে রেষারেষি ভুলে তাকে মেনে চলবেন। দেশের এবং জনগণের স্বার্থে এটি প্রয়োজন।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন কমিশন ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।



কমেন্ট বক্স