ঢাকা

কুমারখালীতে পঞ্চম শ্রেনীতে পড়ুয়া শালীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে- থানায় মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
কুমারখালী থানা কুমারখালী থানা

জানাযায় গত ২৫ শে অক্টোবর শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল রেলগেট এলাকার বাবুল বিশ্বাসের ছেলে টুটুল বিশ্বাস (৩৫) কৌশলে তার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া সৎ শালী পুষ্পকে (১১) ( ছদ্মনাম)  তার বাসাতে ডেকে নেন। 

সেসময় তার বাসাতে আর কেউ না থাকায় রুমে মধ্যে নিয়ে ভয় দেখিয়ে প্রথমে চোখ ও মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে এবং তার শরীরের সকল কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির শব্দে টুটুলের মেয়ে রুমের মধ্যে চলে আসলে পুষ্পকে ( ছদ্মনাম)  টুটুল পালিয়ে যায়।

পরে বাড়ির আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে আসে। 
এ ঘটনার পর থেকে টুটুল পলাতক রয়েছে,  পরবর্তীতে মেয়েটির মা বাদী হয়ে কুমারখালি থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেছে। তবে এখনও থানা পুলিশ অভিযুক্ত টুটুলকে আটক করতে পারেনি।
জানাগেছে, এর আগেও টুটুল দুইটি বিয়ে করেছে।

 প্রায় ১৫ বছর আগে রংপুর প্রথম বিয়ে করেন পরবর্তীতে গত দুই বছর আগে বড় বউ থাকা অবস্থায় তার মেয়ে প্রাইভেট পড়াতে আসতো নির্যাতনের স্বীকার পুষ্পর (ছদ্মনাম) বড় বোন সোনিয়া। তাকেও কৌশলে বিয়ে করেন এই লম্পট টুটুল, এরপর গতমাসের ২৫ তারিখে এমন ঘটনা ঘটিয়ে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

পুষ্প (ছদ্মনাম)  বলেন, দুলাভাই আমার সাথে অন্যায় করেছে। আমার বোন ডাকছে বলে ডেকে নিয়ে আমার হাত মুখ বেধে খারাপ কাজ করতে গেছে। আমি ওর ফাঁসি চাই। 

পুষ্পের মায়ের দাবী, মামলা হলেও পুলিশ টুটুলকে আটক করতে পারিনি,  অপর দিক থেকে মামলা তুলে নিতে ফোনে হুমকি দিচ্ছে।  আমি দ্রুত আটক ও শাস্তি দাবি করছি। 

এলাকাবাসী জানান, টুটুলের চরিত্র খারাপ, এমন চলতে থাকলে এলাকায় বসবাস করা কঠিক হবে সবার জন্য।  আর তাই দ্রুত টুটুলকে আটক করে শাস্তির দাবি জানাচ্ছি। 
এমন ঘটনায় উদ্বেগ জানিয়ে নিজেরা করি সহ বেশি কয়েকটি সংগঠন।  তারাও দ্রুত শাস্তির দাবি করেছেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানাতে এজাহার জমা হয়েছে এবং মামলাও রুজু হয়েছে। কুমারখালী থানা পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা করছে।



কমেন্ট বক্স