ঢাকা

চেহারা সুন্দর করার জন্য ইসলামী দোয়া ও নির্দেশনা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

অনেকেই চায় তাদের চেহারা আরও সুন্দর হোক। তবে ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, “আমি মানুষকে উৎকৃষ্ট অবয়বে সৃষ্টি করেছি” (সুরা ত্বিন, আয়াত ৪)।

ইসলামে চেহারার পরিবর্তন বা সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন করা অনুমোদিত নয়। তবে দুর্ঘটনা, আগুনে পোড়া বা এসিড আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত চেহারা স্বাভাবিক করার জন্য প্লাস্টিক সার্জারি বা চিকিৎসা جائز। হাদিসে দেখা যায়, নবী করিম (সা.) একজন sahabi-কে এমন পরিস্থিতিতে সোনার নাক ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন (সুনানে আবু দাউদ, হাদিস: ৪২৩২)।

সুন্দর চেহারা অর্জনের প্রকৃত উপায় হলো স্থায়ী আমল ও পরিপাটি থাকা। নবীজি (সা.) বলেন, তিনি তার স্ত্রীদের জন্য পরিপাটি থাকা পছন্দ করতেন (বায়হাকি, হাদিস: ১৪৭২৮)।

চেহারা সুন্দর করার সময় বা আয়না দেখার সময় নিচের দোয়া পাঠ করা উত্তম:
اللَّهُمَّ أَحْسَنْتَ خَلْقِي فَأَحْسِنْ خُلُقِي
আল্লাহুম্মা আহসানতা খালকি ফা আহসিন খুলুকি
অর্থ: হে আল্লাহ! আপনি আমার চেহারা সুন্দর করেছেন। অতএব, আমার চরিত্রও সুন্দর করে দিন।
(মুসনাদে আবু ইআলা, হাদিস: ৫০৭৫)

বিশেষজ্ঞদের মতে, চেহারা সুন্দর করার আসল রহস্য হলো আল্লাহ প্রদত্ত রূপকে স্বাভাবিকভাবে গ্রহণ করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং চরিত্রের সৌন্দর্য রক্ষা করা।



কমেন্ট বক্স