জাতীয় নির্বাচনের আগে আর গণভোটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “নির্বাচনের দিনই গণভোট হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, “আমরা সংস্কার চাই, সংস্কার শুরু করেছি। সনদে স্বাক্ষর করেছি। কোনো বিভ্রান্তি সৃষ্টি করিনি। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো বাস্তবায়ন করব।”
গণভোট নিয়ে যারা বিভ্রান্তি তৈরি করছেন তাদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, “আজ যারা রাস্তায় নেমে গণভোট নিয়ে গোলমাল করছেন, তাদের অনুরোধ করব—জনগণকে বিভ্রান্ত করবেন না। জনগণ নির্বাচন চায়, সেটার বিরোধিতা করবেন না।”
তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। “গত ১৫ বছর আমরা যাদের সঙ্গে লড়াই করেছি, তাদের নিয়েই আমরা সরকার গঠন করতে চাই,” বলেন ফখরুল।
জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, সবাই মিলে এই নির্বাচনকে উপভোগ্য করি। সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠন করি।”
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, “বর্তমান সংকট তৈরি করেছে এই সরকার। তারা যে কমিশন গঠন করেছিল, সেখানে আট-নয় মাস ধরে নানা আলোচনার পরও কিছু বিষয়ে ঐকমত্য হয়নি।”
তিনি আরও বলেন, “আমরা নির্বাচনে যাচ্ছি, এবং আমাদের ইশতেহারে এসব সংস্কারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে। জনগণ আমাদের ভোট দিলে ও সরকার গঠনের সুযোগ পেলে সেসব বিষয় সংসদে পাস করিয়ে দেশের পরিবর্তন আনব।”
				
				
    
  
 
  নিউজ ডেস্ক
 নিউজ ডেস্ক 
                                 
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                 
                                 
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                