ঢাকা

একজন একাকী নামাজীর পেছনে নামাজ পড়লে সেই নামাজ আদায় হবে কি?

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

প্রশ্ন:
আমার বাবা একা মাগরিবের নামাজ পড়ছিলেন। এ সময় আমার ভাই গিয়ে তার পাশে দাঁড়িয়ে তাকে অনুসরণ করে নামাজ আদায় করে। কিন্তু বাবা তো একাকী নামাজের নিয়তে ছিলেন, মুক্তাদি (অনুসারী) নেওয়ার নিয়ত করেননি। এ অবস্থায় আমার ভাইয়ের নামাজ কি শুদ্ধ হয়েছে?

মামুন, ডেমরা

উত্তর:
ইমামের নিয়ত ছাড়াও মুক্তাদির (অনুসারীর) নামাজ শুদ্ধ হয়। মূল বিষয় হলো, মুক্তাদিকে ইমামের অনুসরণে নামাজ আদায়ের নিয়ত করতে হবে। তাই কেউ একা ফরজ নামাজ পড়তে থাকলে, এ সময় অন্য কেউ এসে তার পেছনে ইকতিদা (অনুসরণ) করলে উভয়ের নামাজ আদায় হয়ে যাবে।

অতএব, আপনার ভাইয়ের নামাজ শুদ্ধ হয়েছে।

সূত্র: ফয়জুল বারি (২/২২৩), আদ্দুররুল মুখতার (১/৫৫০), আপকে মাসায়েল আওর উনকা হলো (২/২২৬), ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত (৪/১৪০)।




কমেন্ট বক্স