ঢাকা

মসজিদের ইমাম ও স্ত্রীকে রাতভর নির্যাতন, আ.লীগ নেতার ছেলে ও ছাত্রদল নেতা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নেত্রকোণার দুর্গাপুরে চাঁদা না পেয়ে মসজিদের ইমাম ও তাঁর স্ত্রীকে রাতভর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ও এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের সুতিয়াপাড়া নূরানি হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাফেজ আব্দুল্লাহ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২ অক্টোবর রাতে ইমাম আব্দুল্লাহ মসজিদ কমিটিকে জানিয়ে স্ত্রীসহ মাদ্রাসার একটি কক্ষে অবস্থান করছিলেন। রাত ২টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও তিনবারের মেম্বার আব্দুস সাত্তারের ছেলে পলাশ, বাকলজোড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম এবং সৈয়দ মিস্ত্রির ছেলে রুবেল মোটরসাইকেল রাখার অজুহাতে ওই কক্ষে প্রবেশ করে।

কক্ষে এক নারীকে দেখে তারা ইমামের কাছে তাঁর পরিচয় জানতে চান। ইমাম ওই নারীকে নিজের স্ত্রী বলে জানালেও তারা তা বিশ্বাস না করে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় ইমাম ও তাঁর স্ত্রীকে মারধর করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এ সময় মাদ্রাসার দুই শিক্ষার্থীকেও পিটিয়ে আহত করা হয়।

ভুক্তভোগী ইমামের অভিযোগ, সারারাত নির্যাতনের পর ফজরের নামাজ আদায় করতেও তাঁকে বাধা দেওয়া হয়। সকালে তিনি ঘটনাটি স্থানীয়দের জানালে অভিযুক্তরা প্রকাশ্যে তাঁকে আবারও মারধর করে।

ঘটনার পর মসজিদ কমিটির সদস্যরা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও মেম্বার আব্দুস সাত্তারের কাছে বিচার চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। কোনো প্রতিকার না পেয়ে ইমাম আব্দুল্লাহ মাদ্রাসার চাকরি ছেড়ে নিজ বাড়িতে ফিরে যান।

পরবর্তীতে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে ১৮ অক্টোবর মামলা রুজু করা হয়েছে। ইমামকে মারধর ও তাঁর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মো. জহিরুল ইসলাম (২৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

অন্যদিকে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ছাত্রদল নেতারা।



কমেন্ট বক্স