ঢাকা

দুই ভাইকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে দুই সহোদর শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং তিন নারীসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গণি এ রায় ঘোষণা করেন।


আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মীর মোশারফ হোসেন টিটু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— রামুর গর্জনিয়া বড়বিল এলাকার জাহাঙ্গীর আলম, আবদু শুক্কুর, আলমগীর হোসেন ওরফে বুলু, মিজানুর রহমান ও মো. শহীদুল্লাহ। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন— আবদুল মজিদ বদাইয়া, ফাতেমা খাতুন, রাশেদা খাতুন ও লায়লা বেগম।

রায় ঘোষণার সময় প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি বিকেলে রামুর গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার দোকানকর্মী মো. ফোরকানের দুই ছেলে— হাসান শাকিল (১০) ও হোসেন কাজল (৮) বাড়ির পাশে খেলছিল। এ সময় পাখির ছানার প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি চক্র শিশু দুজনকে অপহরণ করে।


অপহরণের পর ওই রাতেই পরিবারের কাছে মোবাইল ফোনে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কিন্তু মুক্তিপণ না পেয়ে এবং পরিবার বিষয়টি পুলিশকে জানানোয় ক্ষুব্ধ হয়ে দুই শিশুকে হত্যা করে অপহরণকারীরা।


অপহরণের দুদিন পর ১৯ জানুয়ারি রাত ১২টার দিকে স্থানীয় জালালের ফলের বাগান সংলগ্ন খালের পাড় থেকে শিশু দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতদের বাবা ফোরকান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং কয়েকজন অজ্ঞাত আসামিকে অন্তর্ভুক্ত করে রামু থানায় মামলা দায়ের করেন।


মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ জানান, প্রধান আসামি জাহাঙ্গীর আলম আদালতে জবানবন্দিতে স্বীকার করেছেন— মুক্তিপণ না পাওয়ায় ও পুলিশে খবর দেওয়ায় শিশু দুজনকে হত্যা করে মরদেহ ড্রামে ভরে রেখে পরে খালে ফেলে দেওয়া হয়।


রাষ্ট্রপক্ষের আইনজীবী মীর মোশারফ হোসেন টিটু বলেন, “দীর্ঘ ৯ বছর বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।”


রায়ের সঙ্গে আসামিদের জরিমানাও করেছে আদালত।



কমেন্ট বক্স