ঢাকা

নভেম্বরে গণভোট চাওয়া মামার বাড়ির আবদারের মতো: রিজভী

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আগামী নভেম্বর মাসে গণভোট আয়োজনের দাবি ‘মামার বাড়ির আবদারের মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট নেওয়া হয়, তাহলে বাড়তি খরচ ও সময়— দুটোই সাশ্রয় হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সেটি নির্ধারণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে যারা অপরাধ করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে।”

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনের ফল নিয়ে তিনি বলেন, “ছাত্রসংসদে জয় মানেই জাতীয় নির্বাচনে জয় নয়। এই ভেবে আত্মতুষ্ট হলে সেটা জামায়াতে ইসলামীর জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে।”

যে কোনো উসকানির মুখেও নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।



কমেন্ট বক্স