জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, তার মন্তব্য ‘অসৌজন্যমূলক ও রাজনৈতিক ঔদ্ধত্যপূর্ণ’।
সম্প্রতি সাতক্ষীরায় এক সমাবেশে গোলাম পরওয়ার বলেন, “একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে, আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন— এসব কিছু করিনি। আরে বাবা, তোমরা তো নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতে ইসলামীকে টক্কর দিতে গেলে আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।”
তার এই বক্তব্যকে কেন্দ্র করে দুই দলের মধ্যে টানাপোড়েন প্রকাশ্যে এসেছে।
এনসিপির যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন বলেন, “জামায়াতের মতো একটি পুরোনো দলের নেতার কাছ থেকে এমন বক্তব্য আমরা প্রত্যাশা করি না। এটি শুধু অসৌজন্যমূলক নয়, রাজনৈতিক ঔদ্ধত্যও প্রকাশ করে।”
সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “রাজনীতিতে কারও ‘বাপ’ হওয়ার মানসিকতা গণতান্ত্রিক নয়। গণঅভ্যুত্থান সবার ‘বাপ’— কারণ সেখান থেকেই নতুন রাজনৈতিক ধারার সূচনা হয়েছে। বিপদের সময় একসঙ্গে লড়াই করা মানুষদের প্রতি এমন অবজ্ঞা রাজনৈতিক অপরিপক্বতার পরিচায়ক।”
তবে জামায়াতে ইসলামী নেতারা পরিস্থিতি প্রশমনের চেষ্টা করছেন। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের বলেন, “গোলাম পরওয়ার স্নেহের জায়গা থেকে কথা বলেছেন। তিনি কারও নাম উল্লেখ করেননি। সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা— দেশ গঠনে আমরা একসঙ্গেই কাজ করছি।”
রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সাম্প্রতিক এই মন্তব্য দুই দলের সম্পর্কের উষ্ণতা কিছুটা শীতল করেছে, যদিও উভয় দলই এখনো প্রকাশ্যে সহযোগিতার দরজা বন্ধ করেনি।