গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-কে ডিসি ও এসপি পদায়নের ক্ষেত্রে প্রভাবশীল থাকার অভিযোগ করেছেন। তিনি বলেন, ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি, এসপি বা ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে এমন পদে নিয়োগ হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা: নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
এরপরই এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তাৎক্ষণিকভাবে এ অভিযোগের কঠোর প্রতিবাদ জানান। তিনি বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি ডিসি-এসপি পদায়নে সুপারিশ করেছি, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব।”
নিউজ ডেস্ক