বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের আগে দেশে একটি প্রকারের জুলুমতন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল। ফ্যাসিবাদের মধ্য দিয়ে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করা হয়েছিল।
তিনি বলেন, যে কেউ আওয়ামী লীগের ক্ষমতার জন্য হুমকিস্বরূপ ছিল, সেটা জামায়াত, শিবির বা অন্য কোনো রাজনৈতিক দলের লোকই হোক না কেন, তাদের গুম ও হত্যা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে নরসিংদী সরকারি কলেজ মাঠে জেলা ছাত্রশিবির শাখার উদ্যোগে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম আরও বলেন, পরিবারগুলোকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। জুলাই-আগস্টে ক্ষমতায় টিকে থাকার জন্য খুনি হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে, নারী, শিশু বা বৃদ্ধ নির্বিশেষে যাকে খুশি মারতে পারো। এই অন্যায় ও অহংকারই পতনের কারণ হয়েছে।
তিনি যোগ করেন, ছাত্রশিবির রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। আগে কোনো নির্বাচনে বিজয়ী হলে বিশাল শোডাউন ও বিজয় মিছিল হতো, কিন্তু চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী হয়ে আমরা কোনো মিছিল করিনি। আমরা দেখিয়েছি, দায়িত্ববোধ থাকলে উৎসবের কোনো বিষয় থাকে না। তাই আমরা আল্লাহর কাছে মাথা নত করে বিজয় উদযাপন করেছি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাওহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর (জিএস) এস এম ফরহাদ, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউসুফ আলী, সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, জামায়াত নেতা মিনহাজুর রহমান, অ্যাডভোকেট আমীর হোসেন এবং শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম।
নিউজ ডেস্ক