ঢাকা

ডাকসুর উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা ও ফ্রি স্ক্রিনিং

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বারডেম জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) টিএসসি মিলনায়তনে আয়োজিত ‘সেভ দ্য স্মাইল: ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস প্রোগ্রাম’-এ প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বারডেম হাসপাতাল প্রাইমারি ব্রেস্ট স্ক্রিনিং বিনামূল্যে ঘোষণা করেছে। এছাড়া ব্রেস্ট আল্ট্রাসনোগ্রাফি ও মেমোগ্রামে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফরা ১০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করতে পারবেন।

প্রধান অতিথি অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, লজ্জা ও ভয়ের কারণে অনেক নারী স্বাস্থ্য সমস্যা গোপন করেন, যা জটিলতা বাড়ায়। তিনি খাদ্যাভ্যাস, সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্বে আলোকপাত করেন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামী ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুব হাসান। অনুষ্ঠানে ব্রেস্ট ক্যানসারের সামাজিক ট্যাবু, প্রাথমিক শনাক্তকরণ ও চিকিৎসা বিষয়ে বারডেমের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিষয়ভিত্তিক উপস্থাপনা দেন।

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, “প্রথমবারের মতো উন্মুক্ত ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক আয়োজন একটি মাইলফলক। সচেতনতার বার্তা সমাজজুড়ে পৌঁছানোই আমাদের লক্ষ্য।”

জিএস এস. এম. ফরহাদ বলেন, “বারডেমের ডিসকাউন্ট সুবিধা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে গেস্ট প্রবেশ ও মাদক নিয়ন্ত্রণে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”

আয়োজনটি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ সঞ্চালনা করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের টি-শার্ট, নোটপ্যাড ও লাঞ্চ সুভেনির বিতরণ করা হয় এবং অতিথিদের হাতে স্মারক তুলে দেওয়া হয়।



কমেন্ট বক্স