ঢাকা

ভালো শুরু পরেও ছন্দ হারাল বাংলাদেশ বোলাররা

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ সূচনা করেও শেষ পর্যন্ত পাওয়ার প্লেতে সুবিধা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারেই ক্যারিবিয়ানদের চাপে ফেললেও পরের দিকের ওভারগুলোতে ঘুরে দাঁড়ায় সফরকারীরা।

বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন তানজিম হাসান সাকিব। তার করা প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন ব্রেন্ডন কিং। তবে সহজ সেই সুযোগটি হাতছাড়া করেন অধিনায়ক লিটন দাস। যদিও ভুলের বেশি মাশুল দিতে হয়নি দলকে। পরের ওভারেই তাসকিন আহমেদের বোলিংয়ে বিদায় নেন কিং। অফ-মিডল স্টাম্পের ওপর ফুল লেংথের বলটি মিড অফের ওপর দিয়ে খেলতে গিয়ে টাইমিংয়ে ব্যর্থ হন তিনি, আর সেখানে অবস্থান নেওয়া তাওহিদ হৃদয় সহজ ক্যাচটি ধরেন।

১ রানে প্রথম উইকেট হারিয়ে বিপাকে পড়লেও আলিক আথানজে ও শাই হোপের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে আথানজে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান তোলা ক্যারিবিয়ানরা তৃতীয় ওভারেই চার ও ছক্কায় ১১ রান সংগ্রহ করে খোলস ছেড়ে বেরিয়ে আসে।

প্রাথমিক সাফল্যের পর বোলিংয়ে ছন্দ হারায় বাংলাদেশ। পাওয়ার প্লের বাকি সময় আর কোনো উইকেট তুলতে পারেনি স্বাগতিকরা। নির্ধারিত ৬ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।



কমেন্ট বক্স