জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। পতিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত। কোনো দল যদি এককভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে বা জাতীয় ঐক্য ভাঙে, তবে সেটি তাদের জন্যই বিপর্যয় ডেকে আনবে। জনগণের আস্থা তারা পাবে না।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ কোনো দলীয় প্রস্তাব নয়, এটি জনগণের মুক্তির দলিল। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এ সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া হবে বলে শুনেছি। আমরা চাই, যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে বা সংবিধান সংস্কারের প্রস্তাব এসেছে, সেগুলো গণভোটে নেওয়া হোক। জনগণই সিদ্ধান্ত দিক কী থাকবে আর কী পরিবর্তন হবে।”
নাহিদ ইসলাম বলেন, “গণভোট ছাড়া কোনো সনদ বাস্তবায়ন মানে জনগণের মতামত উপেক্ষা করা। আর গণহত্যার বিচার না হলে ফেব্রুয়ারির নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। তখন নির্বাচন কেবল আনুষ্ঠানিকতায় সীমিত থাকবে।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন, “নব্বইয়ের গণঅভ্যুত্থানের পর ত্রিদলীয় রূপরেখা কেবল ক্ষমতায় যাওয়ার সোপান হিসেবে ব্যবহৃত হয়েছিল। জনগণের ত্যাগ ভুলে যাওয়া হয়েছিল। আমরা সেই ভুল আর পুনরাবৃত্তি করব না।”
নিউজ ডেস্ক