ঢাকা

আগামী ১০০ বছরে একটা সাকিব পাব না: বিসিবি পরিচালক

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান এক অনন্য নাম। প্রায় দুই দশক ধরে ব্যাটে-বলে বাংলাদেশের সাফল্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। তবে বর্তমানে জাতীয় দলে তার ভবিষ্যৎ অনিশ্চিত।

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাচ্ছে না সাকিবকে। দেশে ফিরলেও মাঠে নামা হয়নি তার। রাজনৈতিক বিতর্ক ও কয়েকটি মামলার কারণে তার ফেরায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই অবস্থায় সাকিবের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ আকবর। তিনি মনে করেন, বাংলাদেশের ক্রিকেটে সাকিবের মতো খেলোয়াড় পাওয়া বিরল ঘটনা।

বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন,
“সাকিবের ব্যক্তিগত বিষয় তার নিজস্ব ব্যাপার। সেটা ভালো বা খারাপ, বিচার করার জায়গা সমাজ ও আদালতের। কিন্তু একজন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।”

সাকিবকে নিয়ে তার এই মন্তব্যে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।



কমেন্ট বক্স