ঢাকা

এ মাসেই ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চলতি অক্টোবর মাসের মধ্যেই ২০০ আসনে বিএনপির একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন বলেন, “এনসিপির সঙ্গে রাজনৈতিক আলোচনা চলছে। তবে বিএনপি ও এনসিপি জোটবদ্ধ হবে কি না, সেটি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। সময়ই তা বলবে।”

তিনি আরও জানান, জোটভুক্ত হওয়ার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আরপিও সংশোধনের পরিপ্রেক্ষিতে ছোট দলগুলো জোটে আসতে অনীহা দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, “আগে আলোচনা ছিল—জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকেও নির্বাচন করতে পারবে। কিন্তু নতুন আরপিও পাস হওয়ার পর তা আর সম্ভব নয়, এতে ছোট দলগুলো নিরুৎসাহিত হচ্ছে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী নভেম্বরের মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।



কমেন্ট বক্স