শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জনগণ তাদের ভোট দিয়ে দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে তারা রাজা হবেন না এবং জনগণকে প্রজা বানাবেন না। তিনি বলেন, “আমরা দেশের সেবক হবো, আর বাংলাদেশের মানুষ আমাদের বন্ধু ও ভাই হিসেবে থাকবেন।”
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী হাইস্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাষ্টার আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওঃ শাহিনুর আলম। সন্মানিত অতিথি ছিলেন সাবেক আমীর মাওঃ মতিউর রহমান নিজামীর পুত্র, পাবনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওঃ রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, “একটি দল শেখ হাসিনার পতনের পর নিজেদের ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি ও দখলবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করেছে। তাদের আচরণ দেখে মনে হয়, তারা ছাড়া দেশে আর কোনো দল নেই। তবে ঢাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনের পর তাদের ভাব কিছুটা কমেছে। আগামী নির্বাচন তারা আওয়ামী স্টাইলে করার চেষ্টা করছে, কিন্তু এ দেশের মানুষ তাদের সেই স্বপ্ন পূরণ করতে দিবেন না।”
তিনি সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বিপুল ভোটে ‘দাঁড়িপাল্লা’ প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নিউজ ডেস্ক