ঢাকা

পল্টন হত্যাকাণ্ড ছিলো গোটা বাংলাদেশকেই হত্যার শামিল

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাযজ্ঞ ছিল কেবল হত্যাকাণ্ড নয়, বরং গোটা বাংলাদেশকেই হত্যার শামিল। তিনি বলেন, “সেদিন খুনিরা শুধু মানুষ হত্যা করেনি, লাশের ওপর নৃত্য করে দানবীয় উল্লাসে মেতে উঠেছিল। এটি আইয়্যামে জাহেলিয়াতের নির্মমতার ইতিহাসকেও হার মানিয়েছে।”

মঙ্গলবার বিকেলে আমিরাবাদে লোহাগাড়া জামায়াতের উদ্যোগে ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে অনুষ্ঠিত মিছিলপূর্ব বিশাল সমাবেশে মুহাম্মদ শাহজাহান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহাজাহান চৌধুরী এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী। এছাড়া বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

উপজেলা পর্যায়ে মিছিলোত্তর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাঁশখালী, উত্তর সাতকানিয়া, কর্ণফুলী, চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা ও কালারপুল থানা এলাকায়। প্রধান অতিথি ও বক্তারা পল্টন হত্যাকাণ্ডকে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও রাষ্ট্রীয় অখণ্ডতার উপর আঘাত হিসেবে বর্ণনা করেন এবং ২৮ অক্টোবরের নিহতদের স্মরণ করেন।

বিভিন্ন সভায় জেলা ও উপজেলা পর্যায়ের আমির, সেক্রেটারি এবং অন্যান্য নেতারা বক্তব্য রাখেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।



কমেন্ট বক্স