ঢাকা

সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের জয়েন্ট চিফস চেয়ারম্যানের সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : ইং

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা। মঙ্গলবার সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার এবং পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়।

এ সময় যৌথ সামরিক প্রশিক্ষণ, সেমিনার ও পরিদর্শনের মাধ্যমে সামরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সম্ভাবনা নিয়েও তাঁরা মতবিনিময় করেন।



কমেন্ট বক্স