ঢাকা

“গণভোটে আগ্রহ নেই, এক দিনে করাই যুক্তিসঙ্গত: নিলোফার মনি”

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, “গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। অনেকেই জানে না, বা বুঝেও না যে গণভোট কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এবং গণভোট হলে ফলাফল কী হবে। দেশে জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই এ বিষয়ে অজ্ঞাত।”

একটি টেলিভিশন টক শোতে তিনি বলেন, “গণভোট হলেও আগের সংবিধান অনুযায়ী এমন কোনো বিধি-নিষেধ নেই যা এটিকে সঠিকভাবে কার্যকর করতে পারে। তবে বিএনপি গণভোটে রাজি হয়েছে নোট অব ডিসেন্টসহ। তারা বলেছে, একই খরচে যদি নির্বাচন ও গণভোট একদিনে আয়োজন করা যায়, তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এতে সময় ও অর্থ দুটোই বাঁচবে।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে দেশে একটি জাতীয় নির্বাচন হয়েছে। এখন আবার একটি জাতীয় নির্বাচন এবং সঙ্গে গণভোট। যদি আলাদা দিনে গণভোট হয়, ভোটার উপস্থিতি কমতে পারে। তবে একদিনে হলে ভোটাররা একসাথে ভোট দিতে পারবেন, এতে অংশগ্রহণ বেশি হবে এবং ‘না’ ভোট জয়ী হওয়ার সম্ভাবনাও কমে যাবে।”




কমেন্ট বক্স