আসামের কিংবদন্তি সংগীতশিল্পী ও অভিনেতা জুবিন গার্গ আর নেই, কিন্তু তার সুর ও স্মৃতি এখনো ভাসছে কোটি ভক্তের হৃদয়ে। সেই আবেগের মাঝেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত শেষ চলচ্চিত্র ‘রই রই বিনালে’, যা নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে তীব্র উচ্ছ্বাস।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, আগামী ৩১ অক্টোবর আসামজুড়ে মুক্তি পাবে জুবিন অভিনীত এই সিনেমাটি। ইতোমধ্যে রাজ্যের ৯০টি প্রেক্ষাগৃহে প্রথম দিনের সব টিকিট প্রি-বুকড হয়ে গেছে, যা জুবিনপ্রেমীদের ভালোবাসারই প্রমাণ।
ছবিটি পরিচালনা করেছেন আসামের জনপ্রিয় নির্মাতা রাজেশ ভূঁইয়া। তিনি জানান,
“জুবিনদা এই ছবিটি নিয়ে ভীষণ আবেগপ্রবণ ছিলেন। গল্প ও সংগীত দুটোই তার নিজের সৃষ্টি। আমরা তিন বছর ধরে একসঙ্গে কাজ করেছি। শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল। তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্ধারিত সময়েই ছবিটি মুক্তি দিচ্ছি।”
পরিচালকের মতে, ছবিতে ব্যবহৃত জুবিনের মূল কণ্ঠস্বরের ৮০–৯০ শতাংশ রেকর্ডিং আগে থেকেই সম্পন্ন ছিল।
জুবিনের স্ত্রী গরিমা শৈকিয়া গার্গ বলেন,
“এটি ছিল ওর স্বপ্নের ছবি। এক অন্ধ শিল্পীর চরিত্রে অভিনয় করেছে জুবিন। দুর্ভাগ্যবশত ডাবিং শেষ করতে পারেনি, তাই কিছুটা শূন্যতা থাকবে। তবু গল্প ও সংগীত দুটোই ওর নিজের হাতে গড়া।”
জুবিনের মৃত্যুর পর ছবির শেষ কয়েকটি দৃশ্য গরিমা, তার বোন পালমে বোরঠাকুর এবং পুরো টিম মিলে সম্পন্ন করেন। গরিমার ভাষায়,
“এই ছবিটি শেষ করা আমাদের দায়িত্ব এবং ওর প্রতি শ্রদ্ধাঞ্জলি।”
এদিকে দ্য হিন্দু-র প্রতিবেদন অনুযায়ী, আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গোগোই ছবিটিকে ট্যাক্স-ফ্রি ঘোষণা করার জন্য রাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,
“জুবিন গার্গের এই শেষ চলচ্চিত্র তার শিল্পজীবনের প্রতীক। তার মৃত্যু আসামের সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি।”
‘রই রই বিনালে’ শুধুমাত্র আসামেই নয়, ভারতের আরও ৪৬টি শহরে একযোগে মুক্তি পাবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আকস্মিকভাবে মারা যান জুবিন গার্গ। সহকর্মী শেখর জ্যোতি গোস্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত এখনও চলমান।
নিউজ ডেস্ক