জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি যদি সংস্কার মানতে না চায়, তবে তাদের শুরু থেকেই সংস্কার কমিশন বয়কট করা উচিত ছিল।
শুক্রবার (৩১ অক্টোবর) কুমিল্লা সেন্ট্রাল হসপিটালের অডিটোরিয়ামে নিজ নির্বাচনী এলাকার ভোটকেন্দ্র পরিচালকদের সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, “বিএনপি যদি সংস্কার না চায়, তাহলে তাদের শুরুর দিকেই বলা উচিত ছিল—আমরা এই কমিশনে অংশ নেব না, আমরা এটাকে বয়কট করছি। কিন্তু এতগুলো সভায় অংশ নেওয়ার পর এখন এসে এর সমালোচনা করা দায়িত্বহীনতার পরিচয়।”
তিনি আরও বলেন, বিএনপির এই অবস্থান তাদের রাজনৈতিক দায়িত্বহীনতার প্রতিফলন এবং এটি নতুন করে সংকট সৃষ্টির চেষ্টা। তার মতে, “এতে ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে সংশয় তৈরি হচ্ছে।”
ডা. তাহের সতর্ক করে বলেন, “যদি নির্বাচন না হয়, তাহলে যারা বিদেশে বসে ষড়যন্ত্র করছে, তারাই সুযোগ নেবে।” তিনি অভিযোগ করেন, বিএনপি দেশে সংস্কারবিহীন পুরনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরে যেতে চায়। “জনগণ বাংলাদেশকে আবার আওয়ামী জাহেলিয়াতের দিকে যেতে দেবে না,” বলেন তিনি।
সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, “যদি সরকার তার সিদ্ধান্ত থেকে সরে যায়, তাহলে বোঝা যাবে তারা আর নিরপেক্ষ নেই।” তিনি আশঙ্কা প্রকাশ করেন, “সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোনো দলের প্রতি আনুগত্য দেখায়, তাহলে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে।”
আরপিও (Representation of the People Order) সংশোধন নিয়ে তিনি বলেন, ইসিই ও সরকার উভয় পক্ষই ‘ক্রস অ্যাপ্রুভড’ অবস্থানে রয়েছে। কোনো দল বা জোট নির্বাচনে অংশ নিলে তাদের নিজস্ব দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। “এই পদক্ষেপকে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাগত জানিয়েছে, কারণ প্রত্যেক দলের নিজস্ব আদর্শ থাকা উচিত,” বলেন তিনি।
তিনি প্রশ্ন তোলেন, “উপদেষ্টা পরিষদে যখন এটি অনুমোদিত হয়েছে, তখন হঠাৎ করে বিএনপি কেন বলছে—আমরা এটা মানি না? এখন তারা সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। তাহলে কি তারা আরপিওই মানে না?”
সম্মেলনে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
 
  
 
  নিউজ ডেস্ক
 নিউজ ডেস্ক 
                                 
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                 
                                 
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                