ঢাকা

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ তারেক রহমানের

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে জনমনে তৈরি হওয়া অনিশ্চয়তা গণতন্ত্রের পথে নতুন সংকট ডেকে আনতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, একের পর এক নতুন শর্ত যোগ করে গণতন্ত্রের উত্তরণ প্রক্রিয়াকে জটিল করে তোলা হচ্ছে।

রোববার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির প্রবাসে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকের মনে প্রশ্ন জাগছে—যথাসময়ে নির্বাচন হবে কি না। অথচ এমন তো হবার কথা ছিল না।”

তিনি অভিযোগ করেন, অতীতে ‘পতিত পলাতক স্বৈরাচার’ দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছিল। অথচ এখনো বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও অপকৌশল চলছে। “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেক মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না,” বলেন তারেক রহমান।

ঐক্যের আহ্বান

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষ জিতলে আপনি জিতেছেন, বিজয়ী হবে দেশ ও গণতন্ত্র। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে এমন কোনো আচরণ করবেন না, যাতে বিএনপির লাখো-কোটি সমর্থক বিব্রত হয়। জনগণের সঙ্গে থাকুন, জনগণকেও সঙ্গে রাখুন।”

প্রার্থী চূড়ান্তের ঘোষণা

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা। বিএনপি ইতোমধ্যে ৩০০ আসনের জন্য প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে।
তারেক রহমান বলেন, “একটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকাটাই দলের জন্য গৌরবের। তবে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। দল যাকে প্রার্থী করবে, তাকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।”

শরিক দলগুলোর জন্য বার্তা

রাজপথের মিত্র দলগুলোকেও বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন, তাদের কেউ কেউ বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। ফলে কিছু আসনে বিএনপির নিজস্ব প্রার্থী নাও থাকতে পারে। গণতন্ত্র ও দেশের বৃহত্তর স্বার্থে এই বাস্তবতাকে মেনে নিতে হবে।”

তারেক রহমান শেষ করেন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে—“ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।”



কমেন্ট বক্স