জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার (২৫ অক্টোবর) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। দলের অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, এর আইনি ভিত্তি ও সনদ সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
কমিশনের পক্ষ থেকে বৈঠকে সহসভাপতি আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
নিউজ ডেস্ক