হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় নতুন করে ব্যাপক হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ নির্দেশের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিষয়ক বৈঠকের পর নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালাতে নির্দেশ দিয়েছেন। তবে কখন এবং কোন এলাকায় অভিযান হবে, তা জানানো হয়নি।
এর আগে সোমবার হামাস এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেয়। তবে ইসরায়েলের দাবি, ওই মরদেহটি দুই বছর আগে নিহত এক ব্যক্তির, যাঁর দেহাংশ ২০২৩ সালের শেষ দিকে উদ্ধার করা হয়েছিল। বর্তমানে হামাসের কাছে থাকা ১৩ জিম্মির মরদেহের মধ্যে এটি নয় বলে দাবি করেছে তারা।
অন্যদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড বলেছে, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় আজ সকালে হস্তান্তরের কথা থাকা এক ইসরায়েলি জিম্মির মরদেহ আর ফেরত দেওয়া হবে না। সংগঠনটি জানায়, ইসরায়েলের হামলা জিম্মিদের মরদেহ উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত ৯ অক্টোবর মিসরের শারম আল-শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা ১০ অক্টোবর থেকে কার্যকর হয়।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। দুই বছর ধরে চলা ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৬৮ হাজার ৫০০–এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।