নিউইয়র্কভিত্তিক সংবাদ প্রতিষ্ঠান ‘ঠিকানা’-এর সাংবাদিক খালেদ মুহিউদ্দীন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি বলা তার দায়িত্বের মধ্যে নেই এবং এটি বিচার করার দায়িত্ব কোর্টের। মঙ্গলবার (২৮ অক্টোবর) একটি বিশ্ববিদ্যালয়ে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা তাকে প্রশ্ন করেন, শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার ইচ্ছা কি তাকে নরমালাইজ করার চেষ্টার অংশ নয় কি। এ বিষয়ে খালেদ বলেন, জার্নালিজমের মূল লক্ষ্য সবসময় জনগণের স্বার্থ। “জনগণের আগ্রহের কারণে একজন সাবেক প্রধানমন্ত্রীকে ইন্টারভিউ দেওয়া উচিত। কিন্তু এ কথার মানে এই নয় যে তাকে নরমালাইজ করা হবে। পাঁচ লাখ ইন্টারভিউও তাকে নরমালাইজ করতে পারবে না।”
তিনি আরও বলেন, “আলোচনায় কেউ কেউ বলেছেন, তিনি খুনি। আমি বলেছি, যে খুনি, তার বিচার আদালতের দায়িত্ব। আমি কেন একজন মানুষকে খুনি বলব? এটি আমার কাজ নয়।”
খালেদ মুহিউদ্দীন এই ইন্টারভিউ সংক্রান্ত বিতর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে এবং তার মন্তব্য নানামুখী সমালোচনার মুখে পড়েছে।
নিউজ ডেস্ক