বেসরকারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) প্রায় ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভীসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কমল চক্রবর্তী মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি নদভী বর্তমানে কারাগারে রয়েছেন। নদভীর স্ত্রীসহ অন্যান্য আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, সাবেক উপাচার্য, অধ্যাপক ও প্রকৌশলী রয়েছেন।
মামলায় বলা হয়েছে, ২০০৫ সালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রায় ২০ কাঠা জমি ক্রয় করে বিশ্ববিদ্যালয় ট্রাস্ট ‘আইআইইউসি টাওয়ার’ নির্মাণ করে। ২০১১ সাল থেকে সেখানে কার্যক্রম শুরু হলেও, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ট্রাস্টের সদস্যরা আইন ও বিধি অমান্য করে ১২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৫৫৬ টাকা আত্মসাৎ করেছেন।
দুদকের চট্টগ্রাম জেলার উপপরিচালক সুবেল আহমেদ জানান, ট্রাস্টের সদস্যরা স্বেচ্ছাশ্রমে কাজ করতেন এবং সম্মানী, বোনাস, মোবাইল বিল, ভ্রমণ ভাতা বা অন্য কোনো সুবিধা পাওয়ার নিয়ম ছিল না। এর মধ্যেই আসামিরা আইআইইউসি টাওয়ারের তহবিল থেকে আইন ও বিধিবহির্ভূতভাবে অর্থ আত্মসাত করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
				
				
    
  
 
  নিউজ ডেস্ক
 নিউজ ডেস্ক 
                                 
 
                                         
                                         
                                         
                                         
                                         
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                 
                                 
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                