ঢাকা

‘শাপলা যদি দিতেই চান, একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী ?’

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

প্রতীক তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার পুরোনো কিছু প্রতীক বাদ দিয়ে মোট ১১৯টি প্রতীকের হালনাগাদ তালিকা প্রকাশ করে ইসি।

এই প্রতীক নিয়ে সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। রাতে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?”

তিনি আরও বলেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বোঝাতে চান— বাচ্চারা আপাতত কুঁড়ি নিয়ে খেলুক, বড় হলে বড় শাপলা পাবে?”

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে শাপলা প্রতীক দাবি করে আসছিল। তাদের শাপলা ব্যাতীত কয়েকটি প্রতীক প্রস্তাব করে । পরবর্তীতে  প্রতীক তালিকা হালনাগাদ করে ইসি তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’। 



কমেন্ট বক্স