ঢাকা

১৯ বাংলাদেশি কুমিল্লায় বিজিবির হাতে হস্তান্তর

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত


কুমিল্লায় ১৯ বাংলাদেশিকে বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা সীমান্ত এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বুঝে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাড়ি দিয়ে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার হন ১৯ বাংলাদেশি। সেখানে বিভিন্ন মেয়াদে জেলও খেটেছেন তারা। ২৫ অক্টোবর এসব বাংলাদেশিকে ফেরত নেওয়ার বিষয়ে জানায় বিএসএফ। বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।

বিজিবির কুমিল্লার (১০ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, বিএসএফের কাছ থেকে ১৯ বাংলাদেশিকে বুঝে আনা হয়েছে। তাদের মধ্যে ৯ নারী, ৯ পুরুষ ও একটি শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন বলেন, বিজিবি যাদের হস্তান্তর করেছে তাদের অধিকাংশের বাড়ি খুলনা ও যশোর অঞ্চলে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে।  



কমেন্ট বক্স