করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সোমবার (৩ নভেম্বর) তাকে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর হিসেবে মনোনীত করা হয় এবং বোর্ডের কাছে সংশ্লিষ্ট চিঠি পাঠানো হয়েছে।
আজ অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় তিনি দায়িত্ব গ্রহণ করবেন। রুবাবা দৌলা বিসিবির ইতিহাসে দ্বিতীয় নারী পরিচালক হিসেবে দায়িত্বে আসছেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নের মাধ্যমে বোর্ডে যোগ দেওয়া রুবাবা উদ্যোক্তা এবং ক্রীড়া সংগঠক হিসেবে সুপরিচিত।
এর আগে এনএসসির মাধ্যমে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ। তবে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির কারণে নির্বাচিত হওয়ার পর বিতর্ক সৃষ্টি হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এর পর রুবাবাকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
রুবাবা দৌলা ২০০৯-২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ১১ বছর ধরে গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা ছিলেন। সেই সময়ে গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় দলের প্রধান স্পন্সর হিসেবেও দায়িত্ব পালন করেছিল।
শিক্ষাগতভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ করেছেন। স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রিও অর্জন করেছেন। বাংলাদেশের নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ পুরস্কার লাভ করেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, রুবাবা দৌলার বিসিবিতে নিয়োগ ক্রীড়া এবং করপোরেট খাতে নারীর প্রভাব বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা বোর্ডকে নতুন উদ্যোগে এগিয়ে নিয়ে যেতে এবং নারী ক্রীড়ার বিকাশে সহায়ক হবে।
নিউজ ডেস্ক