ঢাকা: বেতন ৮০ হাজার টাকা, অথচ সম্পদ হাজার কোটি টাকার বেশি। পুলিশের পোশাকের আড়ালে গড়ে ওঠা এমন এক সাম্রাজ্যের নেপথ্যে রয়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ— যাকে সবাই চেনে “ডিবি হারুন” নামে। জনগণের জানমাল রক্ষার দায়িত্বে থাকা এই কর্মকর্তা নিজেই পরিণত হয়েছিলেন ভয়ঙ্কর লুটেরায়। বর্তমানে তিনি পলাতক, অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু দেশের ভেতরেই রয়ে গেছে তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ।
ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান থেকে ডিআইজি পদ পর্যন্ত
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্ম নেন হারুন। মুক্তিযোদ্ধা কোটায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে পুলিশের চাকরি পান তিনি। পরে জানা যায়, তার বাবা ছিলেন ভুয়া মুক্তিযোদ্ধা। বিএনপি সরকারের আমলে তার পদায়ন আটকে গেলেও ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে চাকরি স্থায়ী হয়। সর্বশেষ তিনি ডিআইজি পদমর্যাদায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হিসেবে দায়িত্ব পালন করেন।
বেতনের তুলনায় সম্পদের পাহাড়
সরকারি চাকরি থেকে তার সারা জীবনের আয় ৬ কোটি টাকারও কম। কিন্তু বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য বলছে, রাজধানীর উত্তরা, গাজীপুর, কিশোরগঞ্জ এবং যুক্তরাষ্ট্রে হারুন ও তার পরিবারের নামে রয়েছে হাজার কোটি টাকার বেশি সম্পদ। উত্তরাতেই তার দুই ডজনেরও বেশি বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদের দেখভালের জন্য আলাদা অফিসও গড়ে তোলা হয়।
উত্তরায় ‘অঘোষিত সাম্রাজ্য’
৩ নম্বর সেক্টরের ২০ নম্বর রোডের আটতলা ভবনের চতুর্থ তলায় ছিল হারুনের নিজস্ব বাসভবন। একই রোডের ছয়তলা বাড়িটি ব্যবহৃত হতো গেস্ট হাউস হিসেবে। ৭ নম্বর রোডের ১০ কাঠার প্লটে শ্বশুরের নামে গড়ে তোলা হয় ১০ তলা মার্কেট। ৯ নম্বর রোডের একটি প্লট ৩২ কোটি টাকায় বিক্রি করেছেন বলে তথ্য পাওয়া গেছে। রবীন্দ্র সরণির ৪১ নম্বর প্লট ভাড়া দিয়ে প্রতি মাসে আয় করছেন ১৪ লাখ টাকার বেশি।
এছাড়া ৫, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরে ডজন ডজন প্লট, ভবন ও ফ্ল্যাটের মালিক এই সাবেক কর্মকর্তা। অভিযোগ আছে, বনানী কবরস্থানের পাশের ২০ কাঠার একটি প্লট দখল করে তিনি ৭০ কোটি টাকায় বিক্রি করেন।
দখল, ভয়ভীতি আর ক্ষমতার অপব্যবহার
গাজীপুরে দায়িত্বকালীন সময়ে অসংখ্য জমি দখল, চাঁদাবাজি, হয়রানি ও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে হারুনের বিরুদ্ধে। অভিযোগ আছে— বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর হয়ে জমি দখলে ভূমিকা রেখে বিনিময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিতেন তিনি।
দেশ ছেড়ে পলাতক, রয়ে গেছে সম্পদের সাম্রাজ্য
বর্তমানে হারুন অর রশীদ অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। তবে দেশে তার বিপুল সম্পদ এখনো রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থেকে যে মাত্রায় দুর্নীতির জাল গড়া সম্ভব— হারুন অর রশীদের কাহিনি তারই জ্বলন্ত উদাহরণ।