ঢাকা

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৪ সদস্য গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ডিবি, র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।


এর আগে রোববার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচজন আহত হন। ঘটনার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্যাং লিডার সিফাত (২০) ও আবরার (১৯)সহ মোট ২৪ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, হাসুয়া, চাকু ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


গ্রেফতার হওয়া অন্য সদস্যরা হলেন— আলমগীর জিসান (১৭), তানভীরুল ইসলাম অভি (১৮), আরিফুল ইসলাম নাইম (১৮), দ্বীন ইসলাম (২২), রোহান তালুকদার (২১), আলিফুল হক জিহাদ (১৮), আব্দুল্লাহ আল সিয়াম (১৭), তানভীন সিফাত (১৭), আরাফাত হোসেন (১৭), নুরে তাহসিন (১৭), সোয়াদ তাহসান তৌসিন (১৮), শাফিন নেওয়াজ আবরার (১৭), তৌহিদুল ইসলাম মাহীম (১৮), সাফায়েত ইসলাম (২১), আশরাফুজ্জামান সিফাত (১৮), জাহেদুল আলম রায়হান (১৮), মোস্তাফিজ (১৮) এবং আরও কয়েকজন।


কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ সুপারের নেতৃত্বে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান পরিচালিত হয়। এতে ডিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। তিনি বলেন, “নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধী চক্রকে ছাড় দেওয়া হবে না।”


পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ বলেন, “কিশোর গ্যাং সমাজের জন্য বিষফোঁড়া। নগরীতে তাদের কোনো ধরনের তৎপরতা চালাতে দেওয়া হবে না। যারা গ্যাং কালচারের সঙ্গে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।”




কমেন্ট বক্স