‘জুলাইযোদ্ধা’দের সঙ্গে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (২০ অক্টোবর) জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিশনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।
সভায় ১৭ অক্টোবর জাতীয় সংসদ এলাকায় ঘটে যাওয়া বিশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জুলাইযোদ্ধারা কমিশনকে জানান, স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও তারা ঈদের পর থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না। তারা আহত সদস্যদের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে দেশের সব হাসপাতালে লিখিত নির্দেশনা পাঠানোর দাবি জানান।
এ ছাড়া জুলাই পরিবারগুলোর আইনি সুরক্ষা ও প্রত্যেক জুলাইযোদ্ধার জন্য পৃথক পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও তারা গুরুত্ব দেন।
জুলাইযোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তারা কোনো ধরনের সহিংসতা বা ভাঙচুরে জড়িত ছিলেন না, বরং ন্যায্য দাবিগুলো তুলে ধরতেই সেখানে গিয়েছিলেন। তবে কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের মধ্যে ২০ থেকে ২৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে প্রতিনিধিদল জানায়।
বৈঠকে তারা দায়েরকৃত চারটি মামলা প্রত্যাহারের জন্য কমিশনের সহায়তা কামনা করেন।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাইযোদ্ধাদের উত্থাপিত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে। তাদের সমস্যাগুলোর সমাধানে কমিশন প্রয়োজনীয় সহায়তা করবে বলেও জানানো হয়।
বৈঠকে জুলাইযোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান।