ঢাকা

বিএনপি ক্ষমতায় এলে এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করা হবে: এ্যানি

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীকে জাতীয়করণ করা হবে।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের ন্যায্য দাবি সরকারকে অবিলম্বে মেনে নিতে হবে। ৫ শতাংশ বাড়িভাড়া যথেষ্ট নয়, ২০ শতাংশ বৃদ্ধির দাবি যৌক্তিক এবং বিশেষ বিবেচনায় দেখা উচিত।”

এ্যানি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষকদের দাবির প্রতি নীতিগতভাবে একাত্মতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “তারেক রহমান আগেই ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণের আওতায় আসবেন। এটি দলের পক্ষ থেকে একটি অঙ্গীকার, ছোট কোনো কথা নয়।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের বারবার রাস্তায় নামতে হয়—এটা দেশের জন্য লজ্জাজনক। আগামীতে যেন তাদের আর আন্দোলনে নামতে না হয়, সেই দায়িত্ব বিএনপি নেবে। শিক্ষকদের মর্যাদার জায়গায় আসীন করতে হবে, কারণ তারাই জাতিকে আলোর পথে নিয়ে যাচ্ছেন।”

গতকাল (রবিবার) বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন জারি হলেও আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তারা জানিয়েছেন, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণিকক্ষে ফিরবেন না।

আজ নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকদের এই আন্দোলনের সঙ্গে বিএনপি ছাড়াও গণ অধিকার পরিষদ, এনসিপি এবং আরও কয়েকটি রাজনৈতিক দল সংহতি জানিয়েছে। শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।



কমেন্ট বক্স