ঢাকা

জামায়াতের বিরুদ্ধে কথা বললে তাদের 'বট টিম' হাজির হয়

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলছেন, জামায়াতের বিরুদ্ধে কথা বললেই তাদের বট টিম এসে গালাগাল করে এবং কখনও কখনও শারীরিক হামলাও করে। তিনি মন্তব্য করেছেন, আজকের রাজনৈতিক পরিবেশে ভিন্নমত প্রকাশে আগের মতোই হিংসাত্মক প্রতিক্রিয়া দেখা যায়।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, আগে আওয়ামী লীগের সময় কেউ যদি ভিন্নমত প্রকাশ করত, তখন ট্রায়াল বা হামলা হতো। এখনো সে রকমই চিত্র দেখতে পাওয়া যায়। তিনি বলেন, “কারো বিরুদ্ধে, বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে কথা বললে তাদের বট টিম হাজির হয়ে গালাগাল করে, এমনকি শারীরিকভাবে আঘাত করতেও আসে।”

হান্নান মাসউদ আরও বলেন, জুলাই সনদে যারা স্বাক্ষর করেছে তাদের বেশিরভাগের পরিবার দেশের বাইরে এবং তারা এই বাংলাদেশকে ধারণ করে না। যদি তারা সত্যিই জুলাই অভ্যুত্থানকে মেনে নিত, তাহলে আইনি ভিত্তি নিশ্চিত না করে সনদে অংশ নিত না। তিনি জানান, এনসিপির রাজনৈতিক ভিত্তি এখনও জুলাইয়ের মধ্যে আটকে আছে এবং তারা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায়।

তিনি বলেন, “জুলাই আমাদের রাজনৈতিক ভিত্তি। আমরা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। এক-দেড় বছর কেটে গেলেও এখনো এনসিপি দেখছে, তা বাস্তবায়ন হয়নি।” তিনি দাবি করেন, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি ও বাস্তবায়ন ছাড়াই কোনো চুক্তি তাঁদের বিশ্বাসযোগ্য হবে না এবং একবার প্রতারিত হয়ে তারা আর বারবার প্রতারিত হতে চান না।

হান্নান মাসউদ আগের রাজনৈতিক সংঘাতের তুলনায় বর্তমান পরিস্থিতিকে ব্যাখ্যা করে বলেন, আগে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হতো; এখন জামায়াত ও বিএনপির মধ্যে রাজনৈতিক লড়াই চলছে, যা মূলত ক্ষমতায় আসা ও ক্ষমতা ধরে রাখাকে কেন্দ্র করে। তিনি সমালোচনা করে বলেন যে এক সময়ে তৈরি হওয়া সিস্টেম আজও বজায় আছে এবং তারা সেটি বদলাতে চায়।

সাক্ষাতকারে তিনি আরও মন্তব্য করেন যে যুদ্ধের সময় সাধারণত গরিবদের সন্তানই লড়াই করে, পরে রাজনীতিবিদরা সমঝোতা করে আর ব্যবসায়ীরা মুনাফায় ব্যস্ত থাকে—এমন বাস্তবতা তিনি ব্যক্ত করেন।



কমেন্ট বক্স