ঢাকা

রাবি ক্যাম্পাসে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা, মিশ্র প্রতিক্রিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : ইং
ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ছাড়া অন্য কারো ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ। তবে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য প্রতি প্যানেলের ৫ জনকে অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমানকে বসে থাকতে দেখা গেছে। আমানুল্লাহ ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। গতকাল বিকেলেও তিনি টুকিটাকি চত্বরে উপস্থিত ছিলেন। এ খবর প্রকাশ্যে আসার পর অনেকে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মা বলেন, “প্রশাসনের নিষেধাজ্ঞার পরও কীভাবে একজন কেন্দ্রীয় নেতা ভোট চলাকালীন ক্যাম্পাসে প্রবেশ করতে পারলেন, সেটা উদ্বেগজনক। তিনি প্রশাসনকে ম্যানেজ করে নাকি অন্যভাবে ঢুকেছেন, আমরা জানি না।”

অন্যদিকে শিবিরের প্যানেলের এজিএস পদপ্রার্থী সালমান সাব্বির বলেন, “গত কয়েকদিন ধরে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ক্যাম্পাসে অবস্থান করছেন। আজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। তারপরও তিনি এখানে। এছাড়া ছাত্রদলের সভাপতি ফেসবুকে অস্ত্র সংক্রান্ত পোস্ট দিচ্ছেন, যা পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে। আমরা চাই, অন্তত ভোট গণনার সময় কোনো বহিরাগত ক্যাম্পাসে না থাকুক।”

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী পরিবেশ দেখার জন্য যারা আবেদন করেছে, তাদের মধ্যে পাঁচজনকে অনুমতি দেওয়া হয়েছে। তারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না, শুধু ক্যাম্পাসে ঘোরাঘুরি করে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন। ছাত্রদল ও শিবিরসহ সকল আবেদনকারীকে এই সুযোগ দেওয়া হয়েছে।



কমেন্ট বক্স